নোয়াখালী সূবর্ণচর ফায়ার সার্ভিস এর দক্ষিণ পাশে সিএনজি ও হ্যান্ড ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে সিএনজি টি রাস্তার পাসে পুকুরে পড়ে যায়, এতে চারজন গুরুতর আহত হয়, সূবর্ণচর ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে, চরজব্বর হসপিটাল এই নিয়ে যাই, চারজন এর মাধ্যে সিএনজির ড্রাইভার মারা গেছে।