কুড়িগ্রামের ৪ সংসদীয় আসনে ৩৮ জন প্রার্থী

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচ‌নকে সামনে রেখে কু‌ড়িগ্রা‌মের চা‌র‌টি সংসদীয় আস‌নে আওয়ামী লীগ ও জাতীয় পা‌র্টিসহ মোট ৩৮ জন ম‌নোনয়নপত্র সংগ্রহ ক‌রে‌ছেন। এর ম‌ধ্যে কু‌ড়িগ্রাম-৪ আসনভুক্ত রৌমারী উপ‌জেলা থে‌কে ম‌নোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃণমূল বিএন‌পি প্রার্থী। বৃহস্পতিবার সকালে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উ‌দ্দিন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যাল‌য়ের প্রতি‌বেদন অনুযায়ী, কু‌ড়িগ্রাম-১ (না‌গেশ্বরী ও ভূরুঙ্গামারী উপ‌জেলা) আসন থে‌কে ম‌নোনয়নপত্র সংগ্রহ ক‌রে‌ছেন ৫ জন। তারা হ‌লেন জাতীয় পা‌র্টির প্রার্থী এ‌কে এম মোস্তা‌ফিজুর রহমান, আওয়ামী লীগ প্রার্থী মো. আসলাম হো‌সেন সওদাগর, জা‌কের পা‌র্টির মো. আব্দুল হাই, ত‌রিকত ফেডা‌রেশ‌নের কাজী মো. ল‌তিফুল ক‌বির, স্বতন্ত্র প্রার্থী মো. আ‌তিকুর রহমান।
কু‌ড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপ‌জেলা) আসন থে‌কে ম‌নোনয়নপত্র সংগ্রহ ক‌রে‌ছেন ৯ জন। তারা হ‌লেন বর্তমান সংসদ সদস‌্য ও জাতীয় পা‌র্টির প্রার্থী প‌নির উ‌দ্দিন আহ‌মেদ, আওয়ামী লীগ ম‌নো‌নীত প্রার্থী জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি মো. জাফর আলী, ওয়ার্কার্স পা‌র্টির মো. সোহরাব হো‌সেন। জা‌কের পা‌র্টির মো. ম‌শিউর রহমান এছাড়া স্বতন্ত্র প্রার্থী হি‌সেবে ম‌নোনয়নপত্র সংগ্রহ ক‌রে‌ছেন চিত্র প‌রিচালক এবং জেলা আওয়ামী লী‌গের বন ও প‌রি‌বেশ বিষয়ক সম্পাদক আবু সু‌ফিয়ান, মো. হা‌মিদুল হক খন্দকার, মো. নাজমুল হুদা এবং মো. শ‌ফিউজ্জামান।
কু‌ড়িগ্রাম-৩ (উ‌লিপুর) আস‌ন থে‌কে নির্বাচ‌নে অংশ নি‌তে ম‌নোনয়নপত্র নি‌য়ে‌ছেন আট জন। দশম সংসদের উপনির্বাচ‌নে জাতীয় পা‌র্টি থে‌কে নির্বা‌চিত সা‌বেক সংসদ সদস‌্য ডা. আক্কাছ আলী সরকার স্বতন্ত্র প্রার্থী হি‌সে‌বে ম‌নোনয়নপত্র সংগ্রহ ক‌রে‌ছেন। তি‌নি ছাড়াও ম‌নোনয়নপত্র সংগ্রহ ক‌রে‌ছেন আওয়ামী লীগ ম‌নো‌নীত প্রার্থী সৌ‌মেন্দ্র প্রসাদ পা‌ন্ডে, জাতীয় পা‌র্টির আব্দুস সুবহান, ন‌্যাশনাল পিপলস পা‌র্টির মোসা‌দ্দেকুল আলম এবং জা‌কের পা‌র্টির মো. সা‌হেব মিয়া, কৃষক শ্রমিক জনতালীগের হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হি‌সেবে আরও ম‌নোনয়নপত্র নি‌য়ে‌ছেন রাখিবুল হাসান সরদার ও আব্দুর র‌হিম ভূঁইয়া।
কু‌ড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রা‌জিবপুর উপ‌জেলা) আস‌নে ম‌নোনয়নপত্র সংগ্রহ ক‌রে‌ছেন সর্বা‌ধিক ১৬ প্রার্থী। দলীয় ম‌নোনয়ন না পে‌লেও স্বতন্ত্র প্রার্থী হি‌সে‌বে ম‌নোনয়নপত্র সংগ্রহ ক‌রে‌ছেন প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা প্রতিমন্ত্রী জা‌কির হো‌সেন।
আওয়ামীলীগ ম‌নো‌নীত প্রার্থী মো. বিপ্লব হাসান, জাতীয় পা‌র্টির (জে‌পি) প্রার্থী ও সা‌বেক সংসদ সদস‌্য মো. রুহুল আ‌মিন, জাতীয় পা‌র্টির (জাপা) এ কে এম সাইফুর রহমান, জা‌কের পা‌র্টির শাহ আলম, কৃষক শ্রমিক জনতা লী‌গের মোহাম্মদ আবু শামীম হা‌বীব, সু‌প্রিম পা‌র্টির মে‌হের উল্ল‌্যা এবং তৃণমূল বিএন‌পির আ‌তিকুর রহমান খান।
এই আস‌নে স্বতন্ত্র প্রার্থী হি‌সে‌বে ম‌নোনয়নপত্র নি‌য়েছেন প্রাথমিক ও গণ‌শিক্ষা প্রতিমন্ত্রী জা‌কির হো‌সে‌নের ছে‌লে সাফায়াত বিন জা‌কির, উপ‌জেলা আওয়ামী লী‌গের সহসভাপ‌তি শ‌হিদুল ইসলাম শালু, রৌমারী উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান ও যাদুরচর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সা‌বেক সভাপ‌তি মো. ম‌জিবর রহমান বঙ্গবাসী, মাছুম ইকবাল, আবু হা‌নিফ, জা‌হিদ হাসান, ফারুকুল ইসলাম এবং শাহ মো. নু‌র-ই শাহী।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উ‌দ্দিন ব‌লেন, এখন পর্যন্ত চার‌টি সংসদীয় আস‌নে ৩৮ জন ম‌নোনয়নপত্র নিয়ে‌ছেন। আজ বৃহস্প‌তিবার ম‌নোনয়নপত্র সংগ্রহ ও জমাদা‌নের শেষ দিন। কোনও প্রার্থী চাই‌লে এই দিনও ম‌নোনয়নপত্র সংগ্রহ ক‌রে জমা দি‌তে পারবেন।

আরও পড়ুন  বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সরদার আত্মহত্যায় মৃত্যু বরণ..!
শেয়ার করুন

মন্তব্য করুন