মুহাম্মদ মহিউদ্দিন।।
বিস্তীর্ণ জলরাশি আর তার পাড় ঘেঁষেই ফুলের সাম্রাজ্য। শীতপ্রধান দেশের রানি টিউলিপ ফুল থেকে শুরু করে দেশীয় গাঁদা, লাল, নীল, হলুদ বর্ণের ডালিয়া ছাড়াও আছে নানা বর্ণের মেরিগোল্ড, চন্দ্রমল্লিকার মতো রঙ-বেরঙের ফুল। এমন দৃষ্টিনন্দন দৃশ্যের দেখা মিলবে চট্টগ্রামের ফৌজদারহাট থেকে বন্দরের সংযোগ সড়ক মেরিন ড্রাইভের একাংশে।
ফুলের চাদরে ঢাকা ডিসি পার্ক এরই মধ্যে ০২ ফেব্রুয়ারি, ২০২৪খ্রি. শুক্রবার, সপ্তাহব্যাপী পার্কটিতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম মহোদয় ও চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা,উপ-পুলিশ কমিশনার (সদর)মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পার্কে ১২৭ প্রজাতির ফুলের লক্ষাধিক গাছ দিয়ে সাজানো হয়েছে এবারের ফুল উৎসব। ‘ফুলের মত আপনি ফুটাও গান’ শিরোনামে আয়োজন করা হয়েছে এ বছরের ফুল উৎসব।
এ ফুল উৎসব শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। চট্টগ্রাম জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে তৈরি করা এ ডিসি পার্কে শুরু হয়েছে ফুল ও পিঠা উৎসবের দ্বিতীয় আসর।