পূর্বধারা ডেস্ক ।।
প্রতিভাবান অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিচালক নুরুল আলম আতিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে,বুধবার সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ার সুবাস’-এর বিশেষ প্রদর্শনীতে যোগ দেওয়ার কথা ছিল রুবেলের। আর সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ৫৫ বছর বয়সী আহমেদ রুবেল। সেই লক্ষ্যে ঘর থেকে রওনাও দিয়েছিলেন ,হৃদরোগে আক্রান্ত হয়ে শপিং মলের পার্কিংয়ে তিনি মাথা ঘুরে পড়ে যান। দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক অভিনেতাকে মৃত ঘোষণা করেন।
আহমেদ রুবেলের মূল নাম- আহমেদ রাজিব রুবেল। ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকাঢ। বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।