মোহাম্মদ এরশাদ বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি৷
বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে আবুল কালাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। বাঁশখালী থানার এসআই ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ ফরিদ জানান,ভোরের দিকে পুকুরিয়া ৬ নম্বর ওয়ার্ড পুর্ব নাটমুড়া গ্রামের আবুল কালাম ফজরের নামাজ পড়তে যান। নামাজ শেষে পারিবারিক ময় মুরুব্বী কবরস্থান জিয়ারত করার মুহূর্তে পেছন থেকে বন্য হাতি আক্রমণ করে।তা স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে আসলে হাতি টি পূর্ব দিকে চলে যায়।পরে আহত অবস্থায় আবুল কালামকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।