মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।।
বাঁশখালী উপজেলার পালেগ্রাম হাকিম মিঞা শাহ্ (রহ.) সিনিয়র আলিম মাদ্রাসা, মুয়াবিয়া এতিমখানা ও হেফজখানার দুই দিন ব্যাপী ৭০ তম বার্ষিক সভা ২৩ ও ২৪ ফেব্রুয়ারী মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।কালীপুর ইউপি চেয়ারম্যান ও অত্র মাদ্রাসা গর্ভনিং বডির সভাপতি এডভোকেট আ.ন.ম. শাহাদাত আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহেমান ছিলেন,পীরে ত্বরীকত আলহাজ্ব মাওলানা মীর আহমদ আনছারী, প্রধান অতিথি ছিলেন,
বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,অত্র মাদ্রাসা গর্ভনিং বডির সভাপতি এডভোকেট আ.ন.ম. শাহাদাত আলম ও মাদ্রাসার অধ্যক্ষ ও সচিব আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ জসিম তৈয়বী।
অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু নোমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, অতিথিবৃন্দ, অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ, সকল শিক্ষক,গর্ভনিং বডির সদস্যবৃন্দ এবং সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।উল্লেখ্য উক্ত সভায় অভিভাবক সমাবেশ, গুণীজন সংবর্ধনা, সাবেকশিক্ষার্থীদের পুনর্মিন,পুরস্কার বিতরণ, ইসালে সওয়াব, জিকির মোস্তফা (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়।