বাঁশখালীর পুকুরিয়ায় গাছ কেটে ঘেরাবেড়া ভেঙে হামলার অভিযোগ, আহত ৫
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।।
বাঁশখালী উপজেলার পুকুরিয়া নাটমুড়া এলাকায় প্রবাসী মফিজ আহমদের ২ শতক জায়গার উপর গাছ কেটে ঘেরা বেড়া ভেঙে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত আনোয়ারা বেগম (৫৫) ও কাউছার বেগম (২৭) কে বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। গত সোমবার বাঁশখালী আদালতে পশ্চিম নাটমুড়া এলাকার তোফায়েল আহমদের পুত্র মুবিন, তার ভাই জাবেদ ও মিজান, মোহাম্মদ আজিজের পুত্র ফারুকসহ ৮ জনকে আসামী করে মৃত তমিজ আহমদের পুত্র মফিজ আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। জানা গেছে, বাঁশখালী উপজেলার পশ্চিম নাটমুড়া গ্রামের মফিজ আহমদ একজন প্রবাসী। আসামীগণের মধ্যে জাবেদ ফ্রান্স প্রবাসী। গত শুক্রবার বাদী মফিজ ও তার পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে আসামী মুবিন, জাবেদ ও ফারুকের নেতৃত্বে ঘেরা বেড়া ভেঙে বাড়ির গাছপালা কেটে তান্ডব চালানো হয়। এসময় ভিডিও ধারণ করতে গেলে মফিজের ভ্রাতাবধু কাউছার বেগমের উপর হামলা চালানো হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এসে আনোয়ারা বেগমসহ বেশ কয়েকজন হামলার শিকার হন। হামলা ভাংচুর ও লুটপাটের দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বাদী মফিজ আহমদের মামা গিয়াস উদ্দিন জানান, আসামী জাবেদ ফ্রান্সে বসবাস করে। তিনি সেদেশের সিটিজেন। এই সুযোগে সে দেশে এসে প্রভাব খাটিয়ে আমার বোন ও ভাগিনাদের জায়গা জবর দখল করতে হামলা ও ভাংচুর চালিয়েছে। গাছপালা কেটে জবর দখল ও লুটতরাজ করেছে। বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, মারামারির ঘটনায় আদালতে মামলা করেছে বলে শুনেছি। তবে আমরা এখনো আদালত থেকে কোন কাগজপত্র পাইনি।