পহেলা রমজান থেকেই বন্ধ প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা

নিজস্ব প্রতিবেদক।।

পহেলা রমজান থেকেই পুরো মাস জুড়ে দেশের সব প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১০ মার্চ) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতির কে এম কামরুল কাদের ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসাথে স্কুল ও মাদরাসা খোলা রাখা সংক্রান্ত প্রজ্ঞাপনগুলো স্থগিত করা হয়। পাশাপাশি স্কুল খোলা রাখার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুলও জারি করেছেন উচ্চ আদালত।

রিটকারী আইনজীবী মাহমুদা খানম জানান, রমজানে শিক্ষার্থীদের কথা বিবেচনা ও যানজট নিরসনে এ আদেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি গণশিক্ষা অধিদফতর প্রাথমিক বিদ্যালয় ১০ দিন খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। একইদিন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরও ১৫ দিন স্কুল খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

আরও পড়ুন  পুলিশ কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে-সেনাপ্রধান
শেয়ার করুন

মন্তব্য করুন