মানুষের জন্য নিরন্তর কাজ করার সুযোগ পাওয়াই সৃষ্টিকর্তার বড় পুরষ্কার- সংবর্ধিত অতিথিরা

মুহাম্মদ মহিউদ্দিন বিশেষ প্রতিবেদক  ।।

চট্টগ্রামে কর্মরত বেসরকারী উন্নয়ন সংগঠন সমূহের উদ্যোগে ৯ই মার্চ বিকাল ৩টায় কারিতাস-চট্টগ্রাম মিলনায়তনে ২০২৪ সালে রাষ্ট্রিয় সম্মাননা সমাজসেবায় একুশে পদকে মমতা‘র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ এবং নাট্যকলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রদত্ত ২১শে স্মারক সম্মাননায় উন্নয়ন সংগঠন বিটা’র নির্বাহী পরিচালক শিশির দত্ত ভূষিত হওয়ায় একটি সংবর্ধনার আয়োজন করা হয়।

ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু’র সভাপতিত্বে এবং উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় স্বাগত বক্তব্য রাখেন ইপসা’র প্রধান নির্বাহী মো: আরিফুর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন রফিক আহামদ আমাদের অগ্রজ এক আলোকিত মানুষ, তাই আজ রাষ্ট্র তাঁকে দ্বিতীয় সর্বোচ্চ পদক দিয়ে সম্মানীত করেছে। আর এই সম্মানের মাধ্যমে রাষ্ট্র আজ বেসরকারী উন্নয়ন সংগঠনের ( এনজিও) সামাজিক ও মানবিক কাজগুলোকে যেন স্বীকৃতি প্রদান করলো যা চট্টগ্রাম তথা বাংলাদেশের এনজিওদের জন্য অত্যন্ত গৌরবের।

বক্তারা আরও বলেন যে দেশে গুনীর কদর নেই সে দেশে গুনী জন্মায় না, আলহাজ্ব রফিক আহামদ ও শিশির দত্ত কে সংবর্ধনা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত এবং এই গুনীজনেরা আমাদের জন্য একটা অনুসরনীয় পথ তৈরী করেছে, তাঁদের অনেক ত্যাগ ও পরিশ্রমের ফসল এই পদক, এই সম্মাননা ।

সংবর্ধিত অতিথিরা বলেন: সমাজের জন্য কাজ করা মানুষের জন্মগত দায়, তাই মানুষের জন্য, সমাজের জন্য তথা দেশের জন্য নি:স্বার্থভাবে কাজ করে যেতে হবে। কাজ করতে গেলেই প্রতিবন্ধকতা থাকবে কিন্তু একাগ্রচিত্তে কাজ করে গেলে সফলতা আসবেই। আর ভালো কাজের পুরষ্কার সৃষ্টিকর্তা অলৌকিকভাবে দিয়ে থাকেন। তাই কোন পুরস্কারের আশা না করে মানবকল্যানে সবার নিরন্তর কাজ করতে হবে। মানুষের জন্য নিরন্তর কাজ করার সুযোগ পাওয়াই সৃষ্টিকর্তার বড় পুরষ্কার।

সংবর্ধিত গুনীজনদের ফুলের শুভেচ্ছা প্রদান করেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, ওয়াইডাব্লিউসিএ, ভাষা ফাউন্ডেশন, বনফুল সংগঠনের নির্বাহী পরিচালক রেজিয়া বেগম ও কারিতাস-চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মার্সেল গুদা রতন।

আরও পড়ুন  "চট্টগ্রামে ইস্পাহানি মিনি ম্যারাথন সম্পন্ন" যেন সাংবাদিকদের মিলনমেলা ও উৎসব

সম্মাননা স্মারক প্রদান করেন প্রত্যাশী’র নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম ও আইএসডিই’র নির্বাহী পরিচালক এসএম নাজের হোসাইন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এডাব, অর্জন, বিএনপিএস, সংশপ্তক, স্বপ্নীল ব্রাইট ফাইন্ডেশন, যুগান্তর, কোডেক, ব্রাইট বাংলাদেশ ফোরাম, প্রশিকা, ব্র্র্যাক, লাভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন, কারিতাস চট্টগ্রাম, ভাষা ফাউন্ডেশন, ইকো, যোগাযোগ, ঘাসফুল, এসডিএস ও পার্ক সহ অন্যান্য সংগঠনের প্রধানগন।

শেয়ার করুন

মন্তব্য করুন