বাঁশখালীতে গারাংগিয়া দরবার শরীফের বার্ষিক ত্বরিক্বত সম্মেলন অনুষ্ঠিত

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রামের বাঁশখালীতে গারাংগিয়া দরবার শরীফের তত্ত্ব্বাবধানে শাহ মজিদিয়া আজমগরী ইসলামি কাফেলা ও ইসলামী যুব কাফেলা বাঁশখালী শাখার সমস্ত ভক্ত মুহিব্বিন ও আশেকীনে ত্বরীকতে এর যৌথ উদ্যোগে যিকর, দোয়া ও ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত (৯ মার্চ) রাতে কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশখালী শাহ মজিদিয়া আজমগডি ইসলামি কাফেলার সভাপতি হযরত আলহাজ্ব শাহ সুফি মওলানা মীর আহমদ আনচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আসহাব উদ্দিন সাহেব,সেক্রেটারি শাহ মজিদিয়া আজমগডি ইসলামি কাফেলা।হযরত শাহজাদা মুহিউদ্দিন মজিদী।হযরত আলহাজ্ব মওলানা শাহজাদা আবু রাশেদ মোহাম্মদ মহিউদ্দিন সিদ্দিকী।হযরত শাহজাদা মঈন উদ্দীন মজিদি।হযরত শাহ সুফি মওলানা আহমদ নজির সাহেব। আলহাজ্ব আহমেদ হোসাইন চৌধুরী।আলহাজ্ব নুরূল আলম।জসিম উদ্দিন কালীপুর। আবু ছালেক পালেগ্রাম।খালেকুজ্জামান কালীপুর। মাহফিলে মঞ্চ পরিচালনা করেন মওলানা আবু নোমান সিনিয়র শিক্ষক পালেগ্রাম হাকিম মিয়া শাহ রহঃ সিনিয়র মাদরাসা।মাহফিল সম্বনয়ক হিসেবে ছিলেন আলহাজ্ব আবদুর রহমান কালীপুর। শাহাদাত ফারুক পালেগ্রাম প্রমূখ।

উক্ত মাহাফিলে বক্তা হিসেবে আলোচনা করেন মওলানা হারুনুর রশিদ।আলহাজ্ব মওলানা আবদুল জব্বার।আলহাজ্ব মওলানা মোস্তাফিজুর রহমান ।আলহাজ্ব মওলানা শেহাব উদ্দিন সহকারী অধ্যাপক আরবী শিক্ষক পালেগ্রাম হাকিম মিয়া শাহ রহঃ সিনিয়র আলিম মাদরাসা।হযরত মওলানা আজিজুল ইসলাম উপাধ্যক্ষ, জলদি হোসাইনিয়া কামিল মাদ্রাসা।হযরত আলহাজ্ব শাহ সুফি মওলানা ইউচুপ বিন নুরী সাহেব। সহকারী অধ্যাপক জাফরাবাদ ফাযিল মাদ্রাসা চন্দনাইশ,চট্টগ্রাম।হযরত আলহাজ্ব শাহ সুফি মওলানা ড.এনামুল হক। সহযোগী অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।আখেরী বয়ান মিলাদ,
বায়াত,মুনাজাত পরিচালনা করেন রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত মোরশেদে বরহক হযরত আলহাজ্ব শাহ সুফি মওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদি( মা:জি:আ:)। মাহফিলে বাদে মাগরিব ফাতেহা শরীফ পাঠ করেন,পীরে কামেল হযরত আলহাজ্ব শাহ সুফি মওলানা কারী আবদুল মাবুদ সাহেব।
উক্ত মাহাফিলে দেশ ও জাতীর সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত শেষ করা হয়।

আরও পড়ুন  সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের ১৫ দিন ব্যাপী কোরআন প্রশিক্ষণ
শেয়ার করুন

মন্তব্য করুন