মো: এরশাদ বাঁশখালীর চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মৃত্যু বরণ করা ভিক্ষুকে স্বজনদের হাতে দাফন কাফনের জন্যে অর্থসহতা দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন বাঁশখালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,গত (১০ মার্চ) বিকাল আনুমানিক ০৩:০০ ঘটিকার সময় ১জন বৃদ্ধ ভিক্ষুক শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে নিজে এসে ভর্তি হন।চিকিৎসাধীন অবস্থায় অদ্য( ১১ মার্চ) সকাল ৯ঘটিকার সময় শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যুবরণ করেন।পরে
বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানাই জানালে।তাৎক্ষনিক ডিউটি অফিসার অফিসার ইনচার্জ বাঁশখালী থানাকে বিষয়টি অবহিত করলে ( ওসি) সাহেব আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তব্যরত এসআই(নি:) নুর মোহাম্মদকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
পরবর্তীতে এসআই(নি:) নুর মোহাম্মদ ঘটনারস্থল পরিদর্শনে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি ফর্ম অনুসারে মৃত ব্যক্তি -বরিশাল জেলার -বোরহানগঞ্জ থানার টকবি ইউপির আনিসুল হকের পুত্র নাসির (৬০)।তবে বরিশাল জেলায় বোরহানগঞ্জ নামে কোন থানার খোঁজ পা-ও যায়নি।পরে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই(নি:) নুর মোহাম্মদ ভিক্ষুকের ঠিকানা সুদূর বরিশাল এবং ভোলা জেলা পুলিশের সহিত যোগাযোগ করিয়া ভোলা জেলার বোরহান উদ্দিন থানার টকবি ইউনিয়নের কাইচ্ছা কাজী বাড়ী আনিসুল হকের ছেলে ভিক্ষুক নাসির বলিয়া জানা যায়।বহু কষ্টে ভিক্ষুকে আত্নীয়-স্বজনের সহিত যোগাযোগ করলেও তেমন সাড়া পাওয়া যায়নি এবং আর্থিক অভাবের কারণে তারা মৃত দেহ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।পরে ভিক্ষুকের আপন বোন সুফিয়া কামালের সাড়া মেলে, কিন্তু এই শর্তজুড়ে দেয় যে, তারা মৃত দেহের দাফন কাফনসহ পরিবহনের কোন ব্যয় বহন করতে পারবে না। পরবর্তীতে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ মৃত ব্যক্তির সকল ব্যয়ভার বহন করবেন বলে মৃত ব্যক্তির বোনকে আশ্বস্থ্ করলে মৃত ব্যক্তির বোনের ছেলে মো: কামাল মৃত দেহ গ্রহণ করতে আসেন। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ এর দেওয়া প্রতিশ্রুতি মতে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ নিজে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত), সুধাংশু শেখর হালদার, এসআই(নি:) কায়কোবাদ, এসআই(নি:) আহসান হাবীব, এসআই(নি:) নুর মোহাম্মদসহ থানার সকল অফিসারদের সহযোগীতায় মৃত দেহ পরিবহন ও দাফন কাফন করার জন্য নগদ ২৩,০০০/-(তেইশ হাজার) টাকা প্রদান করে স্বজনদের কাছে লাশটি বুঝিয়ে দিয়ে
এ যেন মানবতা অপরূপ দৃষ্টান্ত করলেন থানা পুলিশ।