মুহাম্মদ মহিউদ্দিন।।
১২ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুম আব্দুস সালাম ফাউন্ডেশন এর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে এতিম ও দুঃস্থদের মাঝে পাঞ্জাবী বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠানের সভাপতি ইমরান হোসেন জুয়েল এর সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন । প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি সদস্য আশরাফুল আলম আরজু এম জে এফ এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর সভাপতি সৈয়্যদ মোঃ মোরশেদ হোসেন, রওশান আরা ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট সাজ্জাদ শরীফ রাসেল । বক্তব্য রাখেন আন্দরকিল্লা ওয়ার্ড সহ সভাপতি দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক সেকান্দর হোসেন,দপ্তর সম্পাদক হায়দার আলী, জাবেদুল আজিম ফাহিম, ডাঃ তোহিদুল আলম রুবেল, গোলাম মোস্তফা, সৈয়দ শাকিল, আবু জাফর, সাইফুল বারী চৌধুরী বাপ্পি, সৈয়্যদ শাকিল, আবু জিহাদ সিদ্দিকি,নাজিম পারভেজ, জসিম মঞ্জু, মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ শাহজাহান, নাঈমুল হোসেন সানিফ প্রমুখ।এতিম ও দুঃস্থদের মাঝে পাঞ্জাবী বিতরণ করেন সাবেক মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। পাঞ্জাবী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য আ.জ.ম নাছির উদ্দীন বলেন, সুষ্ঠ যাকাত ব্যবস্থা বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করবে। এই দেশের মানুষের যাদের যাকাত দেওয়ার সামার্থ্য আছে তারা যদি সঠিক পরিমান যাকাত দারিদ্রদের মাঝে বিতরণ করতেন তবে এই দেশে একটি মানুষও দারিদ্র সীমায় আর থাকতো না।