মোহাম্মদ এরশাদ বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রামে বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও বিভিন্ন গাড়ির সরঞ্জামসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে চোরাই১টি মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ির সরঞ্জাম এবং যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাকৃতর নাম মোঃ আরিফ ।
রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুরুল হক জানান,গাড়ি চোর চক্রের সদস্যরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কালীপুর ইউপি ৩ নং ওয়ার্ডস্থ পশ্চিম কোকদন্ডী আশকর আলীর গোয়াল ঘরে সংলগ্ন ঝুপড়ি
ঘরের ভিতর ১০/১১ জন চোর চোরাই মালামাল নিজ হেফাজতে রেখে বিক্রয় জন্য অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে (১৭ মার্চ)৪.৫০ ঘটিকায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তোফায়েল আহমেদ স্যার ও রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন বাগচি স্যারের নির্দেশক্রমে শ্রী জ্ঞানময় চাকমা ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে উল্লিখিত স্থানে পৌঁছালে,মূহুর্তে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরের দল পালিয়ে গেলেও, পালানোর সময় মোঃ আরিফ নামক এক চোরকে গ্রেফতার করা হয়। অভিযানে তার হেফাজত থেকে চোরাই ১টি মোটরসাইকেল,৭টি সিএনজি অটোরিকশার পর্দা,২ টি চাকা, ৭টি নাম্বার প্লেটের ফ্রেম, ১টি সিএনজি বাম্পার, সিএনজি অটোরিকশার সৌন্দর্য্যের বিভিন্ন সাইজের যন্ত্রাংশ,১টি পানির পাম্প, ১টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।যার মূল্য সর্বমোট দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, চোরাই গাড়ি তারা নিজেরাই চালিয়ে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা হইতে সিএনজি অটোরিকশা,মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে আসেন।পরে চোরাই মোটরসাইকেলের রঙ-পার্টস পরিবর্তন করে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করেন।
এ বিষয়ে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করে সেই মামলায় গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ সদস্য।
