বাঁশখালীতে যুবলীগ নেতা  মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা 

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের বাঁশখালীতে নবগঠিত উপজেলা যুবলীগের কমিটির  যুগ্ন-আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরীকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় গ্রেফতার করায় ও  মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ই মার্চ রবিবার সকাল ১১ ঘটিকা সময়  উপজেলা সদরে মাতৃসদন হাসপাতালে সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাঁশখালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিনএনটি অফিস থেকে পুনরায় মিছিলটি বাঁশখালী উপজেলা পরিষদের সামনে এসে বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি নুরুল মোস্তফা সিকদারের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদুল আলম।
উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মো. নোমান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহ্বায়ক আরিফ মঈন উদ্দিন, গন্ডামারা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শিহাবুল হক সিকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মো. আবদুল জাব্বার, মো. জামাল উদ্দিন, মাহমুদুল ইসলাম বদি, জাহেদুল আলম মিজান, ওসমান গণি, সাদ্দাম হোসেন, আজমীরুল ইসলাম, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ, পৌরশ্রমিক লীগের সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মেম্বার বাহাদুর আলম, আনচার মিয়া হৃদয়, মো. আব্দুল খালেক, দিদারুল আলম সহ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আরও পড়ুন  পতেঙ্গায় আইডিয়াল স্কুলের রজত জয়ন্তী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু 
শেয়ার করুন

মন্তব্য করুন