বাঁশখালীতে মসজিদের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

 

বাঁশখালী প্রতিনিধি :

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাদামতল বায়তুন নুর জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসার জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।এনিয়ে(২২ মার্চ) শুক্রবার জুমার নামাজের পর মনিরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এই ঘটনায় এলাকায় ধর্মপ্রাণ মুসল্লী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।জানা গেছে, বাঁশখালী উপজেলার গন্ডামারা বাদামতল এলাকার বায়তুন নুর জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসার প্রায় ১৬ শতক জায়গা জবর দখল করে ঘর নির্মাণ করে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি। প্রথমে গরুর ঘর ও টং দোকানের কথা বলে অনুমতি নিয়ে মসজিদের জায়গায় বসতি গেড়ে পরবর্তিতে পাকা দালান নির্মাণ শুরু করে। এমনকি মসজিদের পুকুরটিও জবর দখল করে ব্যবহার শুরু করেন মনিরুল ইসলাম নামের ওই ব্যক্তি। মনিরুল ইসলাম স্থানীয় মরহুম আসহাব মিযার পুত্র। এই ঘটনায় মুসল্লীরা বাঁধা দিলে তাদের বিভিন্নভাবে হুমকি ও হেনস্তা করা হচ্ছে। মামলা ও পুলিশের ভয় দেখানো হচ্ছে।মসজিদ পরিচালনা কমিটির সদস্য জামাল মাঝি জানান, মসজিদটি দীর্ঘ ৭০ বছরের পুরানো। বিশাল এলাকাজুড়ে ৫ শতাধিক মুসল্লী এখানে নামাজ পড়ে। মনিরুল ইসলাম নামের স্থানীয় এক প্রভাবশালী মসজিদের জায়গায় ঘর নির্মাণের পাশাপাশি মসজিদে পুকুর গরুর গোয়াল ঘরের বর্জ্য ফেলে নষ্ট করছে। পুকুর অত্যাচার করার ফলে মুসল্লীরা ঠিকভাবে অজু গোসল পযর্ন্ত করতে পারছেনা। আমরা মসজিদ জায়গা জবর দখল মুক্ত করতে প্রশাসনের কাছে দাবী জানাই।অভিযুক্ত মনিরুল ইসলাম জানান, জায়গাটি আমার পিতার। পারিবারিক ভাবে এটি আমাদের জায়গা। তবে খাস জায়গা হওয়ায় জমির কোন কাগজপত্র নেই।

বাঁশখালী থানার এসআই ফয়সাল জানান, আমি জানতে পেরেছি এটি কোন পক্ষেরই জায়গা না, দুই পক্ষ থানায় আসছিল জায়গা জমির বিষটি আদালত ছাড়া সমস্যা সমাধান করা সম্ভব নয় তাই বিজ্ঞ আদালতের মাধ্যমে ফয়সালা করতে বলেছি।এদিকে মসজিদের জায়গা দখল করে ঘর নির্মাণের ঘটনায় এলাকার ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর এনিয়ে গন্ডামারায় মসজিদ মাঠে মুসল্লীরা ক্ষোভে ফেটে পড়েছে। অবিলম্বে মসজিদের দখল হওয়া জায়গা উদ্ধারে প্রশাসনের প্রতি দাবী জানিয়েছে শত শত মুসল্লী।

আরও পড়ুন  চট্টগ্রামে শীঘ্রই শুরু হচ্ছে সিডিএফ মেয়র কাপ (অ-১৩) একাডেমি ফুটবল টুর্নামেন্ট'২৫
শেয়ার করুন

মন্তব্য করুন