বাঁশখালীর চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের বাঁশখালীতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। (২১ মার্চ) বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকার আলোকদিয়া পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ ।
গন্ডামারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনসার্জ ফয়সাল বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আনুমানিক ২৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তার পরিচয় পাওয়া যায়নি, ময়নাতদন্তের জন্য অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো ব্যবস্থা নেওয়া হচ্ছে।