মুহাম্মদ মহিউদ্দিন বিশেষ প্রতিবেদক ।।
বিএনপি নেতা আবছার মিয়া চৌধুরী মারা গেছেন
মুহাম্মদ মহিউদ্দিন বিশেষ প্রতিবেদক ।।
বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা জমিদার বাড়ির (অর্থাৎ বীর বাপের বাড়ির) কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক প্রবীণ রাজনীতিবিদ,শিক্ষা অনুরাগী সর্বজন শ্রদ্ধেয় আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী প্রকাশ আবছার মিয়া চৌধুরী (৮২) ২৩ শে মার্চ ভোর ৪:৩০ মিনিট নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন
,”ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নুরুল আফসার চৌধুরী স্থানীয় পশ্চিম বড়ঘোনা জমিদার বাড়ির মরহুম রশিদ আহমদ চৌধুরীর প্রথম পুত্র। জীবদ্দশায় বাঁশখালী থানা বিএনপির সাবেক সভাপতি স্থানীয় গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে একজন গুণী ব্যক্তি হিসেবে বেশ সুপরিচিত ছিলেন তিনি।
মরহুমের প্রথম পুত্র রুহুল আমিন চৌধুরী সাইমন জানান, আমার বাবা দীর্ঘদিন দূরেরোগ্য ব্যাধি কিডনি রোগে আক্রান্ত ছিলেন। কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে শহরে চিকিৎসা সেবা গ্রহণ করতেন কিছুদিন হয়েছে গ্রামের বাড়িতে চলে আসছেন। ভোরে ৪:৩০ মিনিট আমাদের গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন। আজ বিকাল ৩:০০ টার সময় গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোঃ নুরুল্লাহ নূরী (সচিব , চা- বোর্ড) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়,চট্টগ্রাম এর কর্মকর্তা কেসিদে ইনস্টিটিউট অফিসার্স ক্লাব চট্টগ্রাম এর যুগ্ম সম্পাদক, গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রাবন্ধিক ও সংগঠক নূরল মুহাম্মদ কাদের। সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান বিএনপি নেতা জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু অভিনাশ চন্দ্র দেব, বাঁশখালী বঙ্গবন্ধু পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক।
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রাম এর, প্রধান উপদেষ্টা মোঃ হোসাইন সিকদার, হাসান মুরাদ চৌধুরী, সাবেক বাঁশখালী থানা এবং ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম, ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন চৌধুরী, সাংবাদিক মোঃ নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোঃ আরিফ উল্লাহ, জাহিদুল হক চৌধুরী মার্শাল, মাস্টার মোঃ ইউছুফ, মোঃ ইলিয়াস চৌধুরী, মোঃ নুরুল হক সিকদার।
কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ এনামুল হক সিকদার, সিনিয়র সহ সভাপতি এডভোকেট আজিজুল হক, সহ সভাপতি, সাংবাদিক মুহাম্মদ মহিউদ্দিন ও মোঃ আলী হায়দার চৌধুরী আসিফ,সাধারণ সম্পাদক, “মোঃ ফরিদুল ইসলাম” যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ শফিউল আলম, অর্থ সম্পাদক মোঃ ওমর ফারুক আজম, সহ অর্থ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ রিদ্ওয়ানুল হক মাতব্বর, দপ্তর সম্পাদক উৎপল চৌধুরী সঞ্জয়, প্রচার সম্পাদক মোঃ নাঈম উদ্দিন মাহফুজ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবু ছালেক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোঃ মুবিনুল হক রানা, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আরিফ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হান্নান মিয়াজি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ মোহাম্মদ খালেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোঃ মঈন উদ্দিন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক এ কে এম দিদার, নির্বাহী সদস্য মওলানা মোঃ কাজেম রেজা, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, নির্বাহী সদস্য মোঃ ইজাজুল হক সিকদার সোহাগ, নির্বাহী সদস্য মোঃ জসিম উদ্দিন, নির্বাহী সদস্য আব্দুল গফুর প্রমুখ।
এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামাল উদ্দিন চৌধুরী, আতাউর রহমান চৌধুরীর রুবেল সহ সমাজের বিভিন্ন স্তরের সুশীল জনতা।
মরহুম নুরুল আফসার চৌধুরী একজন সৃজনশীল ইতিহাসবিদ ছিলেন, তার হাত ধরেই এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। তিনি ২ পুত্র ১ কন্য, স্ত্রী,নাতি নাতনি, বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনসহ অসংখ্য গণগ্রাহী রেখে পরপারে পাড়ি জমালেন আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী।