বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত 

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।।

বাঁশখালী উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজনের মাধ্যমে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করেছেন। সুর্য্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে এবং ভোর ৬. ৩০ মিনিটের সময় স্থানীয় উপজেলা পরিষদের স্মৃতিসৌধে পুস্পমাল্য অপর্ণের মাধ্যমে দিবসটি সূচনা হয়। সকাল সাড়ে ১০ টায় বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসেন সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার খাজেমী এবং থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ তোফায়েল আহমেদ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা বেলুন উড়িয়ে দিনের কর্মসুচীর শুভ উদ্বোধন করেন।এছাড়া জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন। কুচকাওয়াজে অংশ গ্রহন করেন পুলিশ, আনসার ভিডিপি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ স্কাউট দল। পরে শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজোঁ ডিসপ্লে প্রদর্শন করেন।
পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ, সহযোগী সংগঠন, বিএনপি, আনসার ভিডিপি, প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া উপজেলা আওয়ামীলীগ বঙ্গবন্ধুর প্রতীককৃতিতে পুস্পমাল্য অর্পণ এবং উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

অনুষ্ঠান মালায় অংশ গ্রহন করেন উপজেলা উপজেলার সহকারী কমিশনার ভূমি আব্দুল খালেক পাটোয়ারী,উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক,বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), সুধাংশু শেখর হালদার,
উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল মোস্তফা সিকদার সংগ্রামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিকালে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে সাবেক সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা,পৌরসভা সভা মেয়ের তোফাইল বিন হোছাইন,
কালীপুর ইউপি চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ কফিল উদ্দীন, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী,খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, বাঁশখালী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা নাদিম প্রমূখ।

আরও পড়ুন  বাঁশখালীতে গারাংগিয়া দরবার শরীফের বার্ষিক ত্বরিক্বত সম্মেলন অনুষ্ঠিত
শেয়ার করুন

মন্তব্য করুন