বাংলাদেশ কনস্যুলেট, দুবাই ও উত্তর আমিরাতের আয়োজনে ইফতার মাহফিল

মোহাম্মদ ওসমান চৌধুরী
ইউএই (দুবাই) রিপোর্টার

দুয়ারে কনস্যুলেট এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কনস্যুলেট দুবাই আয়োজনে এবং বাংলাদেশ সমিতি শারজার সহযোগিতায় বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গ বিশেষত শারজাহতে কর্মরত শ্রমিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সারজা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থ্রি আল মাত্তার কারস সার্ভিস সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। কনসাল জেনারেল বলেন, প্রবাসী বাংলাদেশীদের সম্মানে প্রতিবছরের মত এবারও ইফতারের আয়োজন করতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি বলেন, দুয়ারে কনস্যুলেট এর ধারাবাহিকতায় প্রতিটি প্রদেশে এইরকম ইফতারের আয়োজন করা হবে। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার,শ্রম কাউন্সিলর আব্দুস সালাম,প্রেস কাউন্সিলর আরিফুর রহমান, বাংলাদেশ সমিতি শারজার সভাপতি আলহাজ্ব আবুল বাশার, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, ইসমাইল গনি চৌধুরী, শাহাদাত হোসেন, বাংলাদেশ বিজনেস ফোরাম আজমানের সভাপতি কামাল হোসেন সুমন,দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী, মোহাম্মদ সেলিম সিআইপি, হাজী সেলিম সিআইপি প্রমুখ।
ইফতারের আগে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

আরও পড়ুন  আমিরাতের মরুভূমিতে উৎপাদিত হচ্ছে কৃত্রিম হীরা
শেয়ার করুন

মন্তব্য করুন