বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের বাঁশখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।উপজেলার
শীলকূপ ইউনিয়নের জলদাশ পাড়ার এলাকায়
এ ঘটনা ঘটেছে।এ ঘটনার পর পুলিশকে ৯৯৯ ফোন করে বিষয়টি জানালে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন, পরে পুলিশ ঘটনা স্থল থেকে চলে আসলে আবার স্থাপনা নির্মাণ করতে শুরু করলে বিষয়টি থানা পুলিশকে জানালে ভিডিও করে থানা আসতে বললে ভিডিও করতে গেলে ধনঞ্জয় সহ তার পরিবারের সকল সদস্যদেরকে মারধর করা শুরু করে।স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার শীলকূপ ইউনিয়নে জলদাশ পাড়া এলাকার ধনঞ্জয় দাশ নামের এক লোক তার পৈত্রিক জমি জবর দখল করার পায়তারা করছে একই এলাকার একশ্রেণীর ভুমি সিন্ডিকেট
চক্র।তারা ৪/৫ বছর ধরে এই চক্রটি উঠেপড়ে লেগেছে অল্প সংখ্যক হিন্দু সম্প্রদায়কে হওয়ায় তাদের ভিটেমাটি ছাড়া করার উদ্দেশ্যে এই কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানান,অথচ এ জায়গা নিয়ে আদালতে মামলা চলমান অবস্থায় আছে।
এ বিষয়ে ভুক্তভোগী ধনঞ্জয় বলেন, আরএস ও বি এস ১২০৮ দাগে ৪২ ভুমির মধ্যে ১৪ শতক ভুমি ক্রয়কৃত এই জমির মালিক আমরা।তাই এই জমির দাবিদার হিসেবে জমিটি আমাদের দখলে আছে। নিষেধাজ্ঞা সত্বেও তারা আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের এই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।পরে বিষয়টি পুলিশকে অবহিত করিলে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ এর নির্দেশে একটি পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, তৎক্ষনাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে বিবাদী গংদের কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন এবং একই সাথে দুপক্ষকে তাদের সপক্ষে প্রয়োজনীয় ডকুমেন্টসসহ নিয়ে থানায় যেতে বলেন পুলিশ।