বাঁশখালীতে আবু বকর ছিদ্দিক মাদরাসার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি।

বাঁশখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চাঁপাছড়ি আবু বকর ছিদ্দিক (র.) ইসলামিয়া মাদরাসার উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিল আজ (৩০ মার্চ) শুক্রবার বিকালে মাদরাসার জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
বাঁশখালী কওমী মাদরাসা সংস্থার সভাপতি মাওলানা ফিরোজ আহমদ মসরুর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন, বাহারছড়া ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস। মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ মোহাম্মদ ইউসুফের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী প্রেসক্লাব সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী আবদুল মতলব কালু, সাংবাদিক মোহাম্মদ এরশাদ প্রমুখ। অনুষ্ঠান ও ইফতার মাহফিলে বিশিষ্ট ওলামায়ে কেরাম, অভিভাবক মাদরাসার শুভানুধ্যায়ী ও এলাকার বি়ভিন্ন শ্রেণীর মানুষসহ মাদরাসার সর্বস্তরের ছাত্র শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ মোহাম্মদ ইউসুফ অতিথিদের স্বাগত জানান।
উল্লেখ্য, বাঁশখালীর ঐতিহ্যবাহী এই মাদরাসার শিক্ষার্থীরা বাঁশখালী কওমী মাদরাসা সংস্থার বৃত্তি পরীক্ষাসহ পটিয়া ইত্তেহাদের বোর্ড পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেন। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানানোর জন্যই আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ। ঈদের পর আগামী ৭ শাওয়াল থেকে মাদরাসার নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মাদরাসা পরিচালক মাওলানা হাফেজ ইউসুফ।

আরও পড়ুন  নবী (দ:)'র বিশ্বস্থ সহচর হিসাবে জীবন উৎসর্গ করেছেন সিদ্দিক আকবর (রাঃ)
শেয়ার করুন

মন্তব্য করুন