রাউজান প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ ওসমান চৌধুরী
বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম)

রাউজান প্রেসক্লাবের ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) রাউজান পৌরসভার জলিল নগরস্থ রাউজান পৌরসভা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সাবেক সভাপতি প্রদীপ শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আজাদ হোসেন, মাওলানা হাফেজ মো. কুতুব উদ্দিন। বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি জিয়াউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবী, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সদস্য আরাফাত হোসাইন, রতন বড়ুয়া, রয়েল দত্ত। উপস্থিত ছিলেন জালাল উদ্দিন চুনচুন, সৈয়দ বাবুল, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। এসময় হেফজখানার শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  নবআনন্দে জাগো আজি" চট্টগ্রাম পুলিশ লাইন্সে পুনাকের বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন
শেয়ার করুন

মন্তব্য করুন