বাঁশখালী প্রতিনিধি :
বাঁশখালীর বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, জনতা ব্যাংক সিবিএর সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জসিম ভাই আর নেই। বেশ কিছু দিন ধরে অসুস্থ থাকার পর গতকাল (২ এপ্রিল) মঙ্গলবার ভোরে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…রাজিউন।
তিনি স্ত্রী ও ৩ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন দলীয় নেতাকর্মী ও গুনগ্রাহী রেখে যান।
ওই দিন বিকেলে পুকুরিয়া বরুমচড়াস্থ নিজ বাড়ি সংলগ্ন মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লী শরীক হন।সিবিএ নেতা ও আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনের ইন্তেকালে বি়ভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।