বাঁশখালীর শেখেরখীল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াছিনের ইন্তেকাল 

বাঁশখালী প্রতিনিধি।।

বাঁশখালী শেখেরখীল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শেখেরখীল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ইয়াছিন (৫৭) বছর বয়সে ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকাল ৪ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন)।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন।চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ১ ছেলে,৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ ও বাঁশখালী চেয়ারম্যান সমিতির
পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে “পিএইচপি ফ্যামিলি ফ্লোর” এর আনুষ্ঠানিক উদ্বোধন
শেয়ার করুন

মন্তব্য করুন