মে দিবস প্রীতি ক্রিকেট ম্যাচে বাঁশখালী ক্রিকেট একাডেমি জয়ী

বাঁশখালী প্রতিনিধি

মহান মে দিবস উপলক্ষে বাঁশখালী ক্রিকেট একাডেমির উদ্যোগে এক প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়।

(০১ মে) বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে বাঁশখালী ক্রিকেট একাডেমি বনাম সাতকানিয়া ক্রিকেট একাডেমির।এতে বাঁশখালী ক্রিকেট একাডেমি ২ উইকেটে জয়ী হয়।
খেলার শুরুতে টসে জিতে সাতকানিয়া ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারের খেলার ১৮.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করেন।
সাতকানিয়ার হয়ে এনাম ৪০, রেজাউল ২৮, ইলিয়াস ১৮ রান করে।বাঁশখালী ক্রিকেট একাডেমি হয়ে তুহিন ৩ টি, নয়ন ও সোহান ২ টি করে, এবং আফিফ ও সাইদুল ১ টি করে উইকেট লাভ করে।

জবাব বাঁশখালী ক্রিকেট একাডেমি ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১.১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে।বাঁশখালী ক্রিকেট একাডেমি দলের হয়ে সুমন ৪৪, নয়ন ২৫, এনাম ২৪, দিগন্ত ১৩* সাইদুল ১০ এবং তুহিন ৪* রান সংগ্রহ করে। সাতকানিয়া হয়ে সাকিব ৪টি, আশরাফ ২ টি এবং রেজাউল ১টি করে উইকেট লাভ করে।উক্ত খেলায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নয়ন।

আরও পড়ুন  চট্টগ্রামে কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডে'র উপজেলা পর্যায় ক্রীড়া প্রতিযোগিতা 
শেয়ার করুন

মন্তব্য করুন