বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছে। ৪ মে (শনিবার) সকালে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় টমটম ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে ।
এতে যাত্রীসহ অন্তত ৫ জন আহত হন। আহত সিএনজি অটোরিকশা ড্রাইভার মনু(৩২) বাড়ি পেকুয়া বলে প্রাথমিকভাবে জানা গেলেও বাকি চারজনের পরিচয় জানা যায়নি।এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান কেএম সালাউদ্দিন কামালের কাছ থেকে জানতে চাইলে তিনি জানান, সকালের দিকে বৈলগাঁও এলাকায় টমটম ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের খবর শুনেছি, আহতদের চমেক হাসাপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি।
এ বিষয়ে রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচি বলেন, পেকুয়া থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সিএনজি চট্টগ্রাম শহরে উদ্দেশ্যে যাওয়ার পথে সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় আসলে উত্তর দিক থেকে স্থানীয় একটি টমটম মাদ্রাসার ছাত্র নিয়ে আসার পথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে সিএনজি ড্রাইভারসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।