বাঁশখালীতে বেড়াতে যাওয়ার পথে হৃদরোগে বৃদ্ধের মৃত্যু

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।।

বাঁশখালীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মোঃ আমিন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন।

মৃত মোঃ আমিন উপজেলার কালীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মধ্যম গুনাগরী এলাকার ফোরকানের পিতা বলে জানা যায়। এ ঘটনায় পুরো পরিবার ও তাদের আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।(৮ মে) বুধবার সকাল আনুমানিক ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সকালে নিজ বাড়ি থেকে নাতিনকে নিয়ে চাম্বল আত্মীয় বাড়ি যাওয়ার পথে গুনাগরী খাসমহল আসলে হঠাৎ অজ্ঞান হয়ে যায় বৃদ্ধ। স্থানীয় ও সিএনজি অটোরিকশা ডাইভার মোঃ আমিনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেফার করে। হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  বাঁশখালীতে পুকুরে ডুবে জোড়া শিশুর মৃত্যু
শেয়ার করুন

মন্তব্য করুন