সরকার বিশেষায়িত শিশুদের সুরক্ষা, শিক্ষা, চিকিৎসায় কাজ করছেন এনডিডি,র- পরিচালক

নিজস্ব প্রতিবেদক।।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এর কার্যক্রম এবং অটিজম বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ইং তারিখ হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিন নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট (এনডিডি) এর ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম সচিব) মোঃ শাহ আলম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ,
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম এর পরিচালক কাজী নাজিমুল ইসলাম ও জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম এর উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম।
হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ ফাহিম হাসান রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন অটিজম বিষয়ক সাব-কমিটির চেয়ারম্যান প্রফেসর (ডাঃ) নাছির উদ্দিন মাহমুদ। অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডাঃ ওয়াহিদা আক্তার লুবনা। অনুষ্ঠানে প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরীর লিখিত বক্তব্য পড়ে শোনান সহকারী অধ্যাপক ডাঃ রেহানা আহমেদ। প্রধান অতিথি এনডিডি’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, আপনাদের এই প্রতিষ্ঠানটি দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। বিশেষ করে আপনাদের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র বৃহত্তর পরিসরে বিশেষায়িত শিশুদের সবগুলো বিষয় নিয়ে কাজ করছে। আপনাদের এই প্রতিষ্ঠানটি একটি সামাজিক উদ্যোগ। কমিউনিটির উদ্যোগে এবং কমিউনিটি সহযোগীতা নিয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানের সাথে জনসম্পৃক্ততা অনেক বেশি। জনগণকে নিয়েই আপনারা কাজ করছেন। তিনি আরো বলেন, সরকার বিশেষায়িত শিশুদের বা প্রতিবন্ধী শিশুদের জন্য অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছেন। তার অন্যতম হলো এই এনডিডি ট্রাস্ট। এই এনডিডি ট্রাস্টের মাধ্যমে সরকার বিশেষায়িত শিশুদের সুরক্ষা, শিক্ষা, চিকিৎসা ও সর্বাত্বক সহযোগীতা করে যাচ্ছেন। এজন্য সরকার আলাদা আইন পাশ করেছেন। তিনি আরো বলেন, যাদের পরিবারে এধরনের শিশু আছে তারা ছাড়া এই পরিবারগুলোর কষ্ট কেউ বুঝবেনা। তাদের পাশে সর্বাত্বক সহযোগীতা নিয়ে সরকার এগিয়ে এসেছে। এদের জন্য চাই সকলের সহযোগীতা ও সহমর্মিতা। সরকার যারা সত্যিকারভাবে এসকল শিশুদের জন্য কাজ করছেন তাদেরকে সর্বাত্বক সহযোগীতা করবেন। আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে রাউজান পৌরসভায় সায়মা ওয়াজেদ অটিজম হোম নির্মাণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। এই প্রকল্পের জন্য আমি ব্যক্তিগতভাবে এবং এনডিডি ট্রাস্টের পক্ষ থেকে সর্বাত্বকভাবে সহযোগীতা করব। আমি চাই এখানে একটি আন্তর্জাতিকমানের অটিজম হোম নির্মাণ করা হোক। আমার বিশ্বাস আপনারা এটা পারবেন। আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতা থাকবে আপনাদের এই প্রকল্প বাস্তবায়নের জন্য। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের প্রেসিডেন্ট হাফেজ আমান উল্লাহ, ফেয়ার এর ভাইস প্রেসিডেন্ট মাহবুব খান, নাসিরাবাদ হাউজিং সোসাইটির ট্রেজারার রোটারিয়ান মোঃ সাজ্জাদ, কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ ফজল করিম বাবুল, এ এস এম জাফর, মেডিকেল কলেজের এডভাইজার প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়–য়া, পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, শিশু বিকাশ কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডাঃ ধনঞ্জয় দাশ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কামরুল পাশা, চকরিয়া এসএআরপিভি’র প্রজেক্ট কোঅর্ডিনেটর কাজী মাকসুদুল আমিন, হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন  সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রফেসর (ডাঃ) মাহমুদ আহমেদ চৌধুরী আরজুকে পদক প্রদান
শেয়ার করুন

মন্তব্য করুন