মুহাম্মদ মহিউদ্দিন।
হাজেরা-তজু ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হয়। গত বুধবার অধ্যক্ষ এস.এম. আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলহাজ মুজিবুর রহমান। শিক্ষক-কর্মচারীবৃন্দসহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সম্মানিত সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আনিসুর রহমান, মফিজুর রহমান, মাহাবুবুল আলম, কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাং দবির উদ্দীন খান, অধ্যক্ষ এ.কে. এম. ইছামাইল, অধ্যক্ষ মোহাঃ কুতুব উদ্দীন ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার মানোন্নয়নের মূল কারিগর হলেন সম্মানিত শিক্ষকবৃন্দ। কলেজের দলীয় রাজনীতিমুক্ত সুন্দর-সুশৃঙ্খল পরিবেশকে ধরে রাখার জন্য শিক্ষক-কর্মচারীবৃন্দের সময়ানুবর্তিতা এবং ক্যাম্পাসে নির্ধারিত সময় পর্যন্ত উপস্থিতির আবশ্যকতার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।