৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি

অনলাইন ডেস্ক।

৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৯৬৮টি। অন্যদিকে কোনো শিক্ষার্থীই পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫১টি। রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য জানান।
তিনি বলেন, এবার পরীক্ষায় অংশ নেয়া মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ৮৬১টি। এর মধ্যে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৯৬৮টি। ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ।

আরও পড়ুন  নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি এলেই তফসিলের বিষয়ে সিদ্ধান্ত’
শেয়ার করুন

মন্তব্য করুন