মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।
ষষ্ঠধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বাঁশখালী নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসাবে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত সভায় এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান নুরী মন আক্তার নুরী, উপজেলার ভাইস চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ।সার্কিট হাউজে শপথ গ্রহণ শেষে বাঁশখালী প্রবেশ করলে চাঁদপুর তৈলারদ্বীপে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ শেষে খোরশেদ আলমকে নিয়ে মোটর শোভাযাত্রা আয়োজন করে,মোটর শোভাযাত্রা বাঁশখালীর প্রধান সড়ক পদক্ষিণ করে বাঁশখালী পৌরসভা কার্যালয়ে সামনে এসে মোটর শোভাযাত্রা শেষ হয়,পরে বাঁশখালী পৌরসভার পক্ষ থেকে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলমকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা মেয়ের তোফায়েল বিন হোসাইন চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র রোজিয়া সোলতানা রোজী, মহিলা কাউন্সিল রুজিনা আক্তার, ছাদেকা নুর খানম বিউটি,২নং ওয়ার্ড কাউন্সিলর কান্চন কুমার বড়ুয়া, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইছাক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেন,৯নং ওয়ার্ড কাউন্সিলর বদিউল আলম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জমশেদ আলম সাধনপুর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ কায়সার,,মোঃ রহিম, গিয়াস উদ্দিন, বদিউল আলম,আলমগীর, হেলালস আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।