মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর।
লায়ন্স জেলা ৩১৫ বি-৪, বাংলাদেশ এর ঐতিহ্যবাহী লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সীর (২০২৪-২৫) সেবা বর্ষের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ৬ জুলাই আগ্রাবাদস্থ কপার চিমনী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১ম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সেবা বর্ষের সভাপতি লায়ন শামীম আকবর চৌধুরী এবং ২য় পর্বে সভাপতিত্ব করেন বর্তমান সেবা পর্বের সভাপতি লায়ন এস এম কুতুব উদ্দিন। লায়ন সাব্বির আহমদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুর হয়। আনুগত্যের শপথ বাক্য পাঠ করান লায়ন ডাঃ মোঃ জাকিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর সম্মানিত ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এম.জে.এফ এবং বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরী। আলোচনায় অংশ গ্রহণ করেন লায়ন তারেক কামাল, লায়ন আলহাজ্ব হারুন ইউসুফ এম.জে.এফ, লায়ন আশরাফুল আলম আরজু এম.জে.এফ, লায়ন ডাঃ এম জাকিরুল ইসলাম, লায়ন সৈয়দ মোরশেদ হোসেন, লায়ন হুমায়ুন কবীর, লায়ন মোহসেন আলী মহসিন, লায়ন ডাঃ রেজাউল ইসলাম, লায়ন জাহাঙ্গীর আলম যোসেফ, লায়ন সাব্বির আহমদ, লায়ন মোহাম্মদ হাসান, লায়ন রোকুনুজ্জামান রাশেদ, লায়ন মোঃ সাফায়েত হাসান চৌধুরী, লায়ন মোঃ মোরশেদুল আলম আরিফ, লায়ন ইঞ্জিঃ রিদোয়ান, লায়ন বিদেশ বড়ুয়া সহ ক্লাবের নতুন সদস্যবৃন্দ । সভার ১ম বর্পের সভাপতি ২য় পর্বের সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর এর প্রতীক হিসাবে সং-গেবল হস্তান্তর করেন। বর্তমান সেবা বর্ষের সভাপতি লায়ন এস এম কুতুবউদ্দিন সেবা বর্ষ পরিচালনার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান। তিনি এই সেবা বর্ষের জেলা গভর্ণর লায়ন কহিরুন কামাল এম.জে.এফ এর ডাক “যত্নের ছায়া, ছড়ায় মায়া” স্বার্থক বাস্তবায়নের জন্য সবার প্রতি অনুরোধ জ্ঞাপন করেন। ১ম পর্বের সভা পরিচালনা করেন সদস্য বিদায়ী সচিব লায়ন মোহাম্মদ কায়সার ও ২য় পর্বের সভা পরিচালনা করেন বর্তমান সচিব লায়ন মোঃ সাফায়েত হাসান চৌধুরী।