কর্ণফুলী জুলধা ইউপি চেয়ারম্যান নুরুল হকের ইন্তেকাল 

উপজেলা প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী মুহাম্মদ নুরুল হক স্ট্রোক জনিত রোগে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৭৫ বছর।

শুক্রবার (১২ জুলাই) সাড়ে ৫ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। চমেকের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জুলধা ইউপির স্থায়ী বাসিন্দা ,চেয়ারম্যানের ভাগিনা জাহেদুল আলম সুমন। এদিকে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেকও সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, শুক্রবার বিকেলে তিনি হঠাৎ অসুস্থতা বোধ করলে আত্মীয় স্বজনরা তাঁকে প্রথমে কর্ণফুলীর সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যান।
সাউথ হাসপাতালের চিকিৎসকরা তাঁকে দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে চেয়ারম্যানকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ খবরে পুরো কর্ণফুলী ও জুলধা ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর তিনি জুলধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন। পরে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথগ্রহণ করেন। শপথের ২ বছর ৫ মাস ২ দিনের মাথায় তাঁর আকস্মিক মৃত্যু হয়।

আরও পড়ুন  রাউজান পৌরসভার সব নাগরিক সেবা এখন অনলাইনের আওতায়--মেয়র পারভেজ
শেয়ার করুন

মন্তব্য করুন