মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।।
প্রতি বছরের মতো এবারো বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে সমাজকর্মী মোঃ নিজাম উদ্দিন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের মূল প্রতিপাদ্য ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বাঁশখালী উপজেলায় স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ২ হাজারের অধিক গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। গত ১০ জুলাই বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জেসমিন আক্তার উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পর উপজেলার বিভিন্ন ইউপিতে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় গত ১৬ জুলাই বিকালে সাধনপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড়ের পূর্ব বৈলগাঁও নয়া দিঘির পাড়, বাঁশখালীর প্রধান সড়কের পাশে বৃক্ষরোপন কর্মসূচির প্রধান সমন্বয়ক মোঃ
নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ২নং সাধনপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতি ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনাব কে. এম সালাউদ্দিন কামল চৌধুরী।উদ্বোধক ছিলেন, বাঁশখালী উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা জনাব মাহামুদুল হাসান রাসেল সহ ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।