নিজস্ব প্রতিবেদক।।
পুলিশ যখন সুন্দরভাবে আবার তাদের কার্যক্রম শুরু করবে তখন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় কর্মক্ষম করে তোলা হচ্ছে। শিগগির পরিস্থিতি স্বাভাবিক হবে।
গতকাল বিকালে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে সেনা সদস্যদের দিকনির্দেশনা দেওয়ার পর তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান।
সেনাপ্রধান বলেন, বিভিন্ন স্থানে পুলিশ ফোর্সের ওপর আক্রমণ হয়েছে। পুলিশ ফোর্স ইন-অ্যাকটিভ ছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় আবার কর্মক্ষম করে গড়ে তুলতে।পুলিশ যেন আবার অ্যাকটিভ হয়, সেজন্য ডিরেকশন দিচ্ছি এবং তারা কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, খুলনা বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নরমাল। স্বাভাবিক সময়ে যেসব অপরাধ হয় এখন সেটাও হচ্ছে না। তবে এতে আত্মতুষ্টির কারণ নেই।পুলিশকে আরও সংগঠিত করতে হবে। তাহলে নিশ্চিতভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে যাব। সেজন্য সেনাবাহিনী দিনরাত কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত সারা দেশে ৯৫%-এর ওপর থানার কার্যক্রম শুরু হয়েছে। আর ঢাকা শহরে ৮৫%-এর বেশি থানায় স্বাভাবিক কার্যক্রম চলছে।