২৫ ডিসেম্বর চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরামের মেধাবৃত্তি পরীক্ষা

হোসেন বাবলা::২২ ডিসেম্বর (চট্টগ্রাম)।

চট্টগ্রাম মহানগরীর বন্দর-ইপিজেড ও পতেঙ্গার ৪ টি কেন্দ্রে আগামী ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ০৯টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত আদর্শ শিক্ষক ফোরাম আয়োজিত প্রতি বছরের ন্যায় এবারও বেসরকারি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে পরীক্ষার অংশ গ্রহনের লক্ষ্যে প্রায় ১২ শত পরীক্ষার্থী ফরম জমা দিয়েছেন বলে জানিয়েছেন ফোরামের চেয়ারম্যান ও আইডিয়াল ট্রাষ্টের পরিচালক এস এম দিদারুল আলম।

তিনি আরো জানান,২৫ ডিসেম্বর সকাল সাড়ে ০৯টা থেকে দুপুর পর্যন্ত নগরীর ৪টি কেন্দ্রে সুষ্ঠু ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্র গুলো হচ্ছে ৪১ নং ওয়ার্ডের বিজয় নগর পতেঙ্গা কর্ণফুলী পাবলিক স্কুল, চিটাগাং আইডিয়াল স্কুল নাজির পাড়া শাখা,৪০ নং ওয়ার্ডের কাটগড় মোড়সংলগ্ন ইষ্টার্ণ রিফাইনারী মডেল হাই স্কুল এবং বন্দরের ৩৮ নং ওয়ার্ডের চান্দার পাড়ায় চট্টগ্রাম মডেল স্কুলে এক যোগে বেসরকারি এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে ফোরামের ভাইস-চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ এম নজরুল ইসলাম খান।

আরও পড়ুন  নগরীর ঈদ বাজারে নিরাপত্তা কার্যক্রম পরিদর্শনে সিএমপি কমিশনার
শেয়ার করুন

মন্তব্য করুন