চট্টগ্রামে প্রাচিকিসের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও‌ চিকিৎসা‌ প্রবাহ‌ প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক।।

নগরীর বন্দর -ইপিজেড‌ পতেঙ্গা থানাধীন প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী,চিকিৎসা প্রবাহ-২৪ প্রকাশনা ও কৃর্তী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ৫ জানুয়ারি ২০২৫ইং , রোববার দুপুরে হাসপাতাল গেট শেভরন ক্লিনিক মিলনায়তনে সমিতির সম্মানিত সভাপতি হাজী ডা: মারুফ রহমান মানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাসেলের সঞ্চালন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও চিকিৎসক,বি টি আইটি আই ডি’র বিভাগীয় প্রধান প্রফেসর অধ্যাপক ডাঃ মোঃ মামুনুর রশিদ (মামুন), বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার কল্যাণ(পল্লী চিকিৎসক)এসোসিয়েশনের সভাপতি মোঃ নাসির উদ্দিন, শেভরনের ‌ক্লিনিক ম্যানেজার নারায়ণ চন্দ্র বর্মন,বন্দর -ইপিজেড পতেঙ্গা ঔষধ ব্যবসয়ী সমিতির সভাপতি খান মোহাম্মদ সাইফুল, পতেঙ্গা হালিশহর ইলিকট্রনিক্স সমিতির সভাপতি মোঃ জামাল হোসেন,সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সভাপতি ডা: এস এম এমরান সা:সম্পাদক ডা: আহসান হাবিব।

এছাড়া আলোচনায় অংশ নেন প্রাচিকসের সাবেক সভাপতি হেকিম মোঃ সেলিম রেজা , ডাঃ মোঃ ইউসুফ, সাবেক সাঃসম্পাদক ডাঃ মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কে এম মাজহারুল হক। শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন চিকিৎসা প্রবাহ-২৪ এর সম্পাদক শ্রী অমর দে।

অনুষ্ঠানে প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির সদস্যদের সন্তান ও কৃর্তী শিক্ষার্থীদের সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছা এবং ম্যাগাজিন উপহার দেওয়া হয়।

সভায় অতিথিরা প্রাথমিক স্বাস্থ্য সেবায় নিয়োজিত থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন  চট্টগ্রামে অগ্নিদগ্ধ দুঃস্থ ও অসহায়দের রোগী কল্যাণ সমিতির অনুদান
শেয়ার করুন

মন্তব্য করুন