হালিশহরের প্রস্তুতি ফুটবল ম্যাচে অনুর্ধ্ব -১৫ টিম জিতেছে

ক্রীড়া বার্তা:১০ জানুয়ারি।।

নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহরে শুক্রবার সকাল সাড়ে ৭টায় সিডিএ বালুর মাঠে একাডেমীর আন্তঃ প্রস্তুতি ফুটবল ম্যাচে জুনিয়র টিম(অ-১৩) প্রথমে গোল দিয়েও শেষ পর্যন্ত হেরেছে সিনিয়র টিম অনুর্ধ্ব (১৫/১৬)এর‌ কাছে ৪-২গোলে।

গোলদাতা হচ্ছে লালন, আরিফ আমির ও আইয়ূব, জুনিয়র টিমের রাসেদ, তৌসিফ (আত্মঘাতী), ম্যাচের সেরা খেলোয়াড় জয়ী দলের লালন।

 

ম্যাচ পরিচালনা করেন রেফারি মোঃ আলাউদ্দিন।

এসময় মাঠে উপস্থিত ছিলেন পরিচালক সদস্য মোঃ খলিলুর রহমান হাওলাদার, টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী কোচ মোঃ মামুন,মাঠ সমন্বয়কারীর মোঃ আমির খন্দকার ও সদস্য রাহুল প্রমুখ।‌

শনিবার বিকেলে পতেঙ্গা ফুটবল ট্রেনিং একাডেমির সাথে ২য় প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।

আরও পড়ুন  চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল
শেয়ার করুন

মন্তব্য করুন