একাডেমি কাপের প্রস্তুতি: সিনিয়রদের মান বাঁচানো ড্র

নিজস্ব প্রতিবেদক।।

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির জুনিয়র টিমের শাহাদাত ও লাবিব এবং সিনিয়রের পক্ষে আরিফ, জিহাদ গোল গুলো করেন।

সিডিএ বালুর মাঠে শনিবার বিকেলে ৭০ মিনিটের খেলাটি পরিচালনা করেন রেফারি মোঃ মামুন,খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা কোচ ও সাবেক খেলোয়াড় মোঃ আলাউদ্দিন, পরিচালক মোঃ খলিলুর রহমান হাওলাদার, অভিভাবক সদস্য মোঃ খোরশেদ আলম,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার ,পুরো অনুষ্ঠান পরিচালনা করেছেন টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।

এর আগে গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে জিতেছিল অনুর্ধ্ব -১৫ টিম,৪-২ গোলে অনুর্ধ্ব -১৩ টিমের বিরুদ্ধে দল আমিরের অনুর্ধ্ব ১৫ এর লালন ম্যাচ সেরা পুরস্কার লাভ করেন।

শীঘ্রই আন্তঃ একাডেমি কাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন একাডেমি কাপ ফুটবলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইকবাল হোসেন।

আরও পড়ুন  ৩৩ বছর পুরানো হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
শেয়ার করুন

মন্তব্য করুন