ইপিজেড থানায় সিটিজেনস ফোরামের মতবিনিময় ও পরামর্শসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

সিএমপির বন্দর জোনের নবাগত (ডিসি পোর্ট)উপ – পুলিশ কমিশনার মোঃ বদরুল আলম মোল্লা ( পিএসসি) এর ইপিজেড থানায় সিটিজেনস ফোরামের এক মতবিনিময় ও পরামর্শসভা মঙ্গলবার সন্ধ্যায় অস্থায়ী থানা মিলনা◊য়তনে অনুষ্ঠিত হয়।

এতে আরো উপস্থিত ছিলেন এসি পোর্ট মোঃ মাহামুদ হাসান। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন সিটিজেনস ফোরামের অন্যতম সদস্য হাজী মোহাম্মদ মুজিবুল হক বকুল।

নাগরিক সমাজের প্রতিনিধি ডাঃ এস কে বড়ুয়া, আইনজীবী ও শিক্ষাবিদ সংগঠক এডঃ মোহাম্মদ শাহেদ , সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে শ্রী সুজন শীল, হেকিম মোঃ সেলিম রেজা , স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল প্রতিনিধি,বিট পুলিশিং কমিটির সদস্য বৃন্দ,ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, শ্রমজীবী ও পেশাজীবী প্রতিনিধি এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

সভায় ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ বিভিন্ন এলাকার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা,মাদক- জুয়ার আসর, অনৈতিক কাজের আস্তানা , কিশোর গ্যাং ও অবৈধ স্থাপনা,ভ্রাম্যমাণ দোকান, ফুটপাত দখলমুক্ত , সড়কের পাশে অহেতুক রাস্তায় ভ্যান বসিয়ে দোকান নির্মাণ সহ ইত্যাদি ইত্যাদি খারাপ -জঘন্য চাঁদাবাজি,টেন্ডারবাজি ও অবৈধ দখল বন্ধ করতে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার বিশেষ অনুরোধ জানিয়েছেন সিএমপি বন্দর জোনের নবাগত ( ডিসিপোর্ট) মোহাম্মদ বদরুল আলম মোল্লা পিএসসি।

আরও পড়ুন  রাউজানের পানিবন্দি মানুষের কাছে ত্রান নিয়ে যাচ্ছেন পৌর মেয়র
শেয়ার করুন

মন্তব্য করুন