ডেস্ক নিউজ::
নগরীর ইপিজেড থানার অন্তর্গত ৩৯নং ওয়ার্ড (সি: ইউনিট)বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শক্তিশালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে সাংগঠনিক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও নগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সরফরাজ কাদের রাসেল।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিমেন্ট ক্রসিংস্থ অস্থায়ী কার্যালয়ে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নগর সদস্য মোঃ নূরুজ্জামান, মাহাবুব এলাহী, ওয়ার্ড সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি মোঃ শাহজাহান, মোঃ আলী সাজু, মোঃ শরীফ, মোঃ নওশাদ হোসেন সহ বিএনপি যুবদল-ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নগর, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে তৃণমূল পর্যায়ে বৈঠক করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের আগামী দিনে দলে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন থানা বিএনপির সভাপতি।