দারুল হিকমাহ মাদ্রাসার ১১তম বার্ষিক সম্মেলনে হিফজ সম্মাননা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ।।

নগরীর ৩৯ নং ওয়ার্ডে নেভী হাসপাতাল গেট এলাকায় “দারুল হিকমাহ মাদ্রাসার ১১তম বার্ষিক সম্মেলনে হিফজ সম্মাননা ও শিক্ষামূলক সংবর্ধনা অনুষ্ঠান এবং দোয়া মাহফিল ২৪ জানুয়ারি,শুক্রবার রাতে মাদ্রাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

মাদ্রাসার প্রধান অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা ডা: মাওঃ সাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ সৈয়দবাগ জামে মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামী স্কলার, সুবক্তা প্রিন্সিপাল মাওঃ মোশারফ হোসাইন , সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ,আইনজীবী মোঃ শাহেদ,আলোচক বক্তা ছিলেন পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ জাকের হোসাইন, বিশেষ আলোচক ছিলেন হোসেন আহমদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল, সম্মানিত অতিথি সভাপতি হাজী মোঃ আইয়ুব, মাদ্রাসা পরিচালনা পর্ষদের পরিচালক ও সাধারণ সম্পাদক মোঃ হারুন উর রশীদ, স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মাওঃ মোঃ আজহারুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ মাসুম হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদ্রাসায় বিগত বছরের ভালো ভাবে হিফজ ও শিক্ষামূলক কাজের স্বীকৃতি হিসেবে ছাত্র-ছাত্রীদের মাঝে বিশেষ ক্রেষ্ট পদক দিয়ে সম্মান জানানো হয়।

পরিশেষে বিশেষ মোনাজাতে করে এবং তবারুক বিতরণ করে মাহফিলের সমাপ্ত ঘটে।

আরও পড়ুন  কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন-কেয়া’র বৃত্তি পরীক্ষা-২০২৩ এর ফল প্রকাশ
শেয়ার করুন

মন্তব্য করুন