কাতার ফেরত প্রবাসী মোঃ হোসেন (৩১) গত ১৩ মার্চ বাকলিয়া থানায় অভিযোগ দায়ের করেন যে, নগরীর হালিশহর থানার এলাকায় পাসপোর্ট, বিদেশী ড্রাইভিং লাইসেন্স, মোবাইল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যাওয়ায়।
এএসআই(নিঃ)-মোহাম্মদ আজমীর শরীফের সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে হালিশহর এলাকায় টানা ৫ ঘন্টা অভিযান পরিচালনা করে মোঃ হোসেন,পিতা-মোঃ জামাল উদ্দীন, সাং-আড়কাইম, হাফেজ ইস্রাফিল এর বাড়ি, থানা-সোনাগাজী, জেলা-ফেনী এর হারানো উদ্ধার পূর্বক মালিকের নিকট হস্তান্তর করেন।
উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে বাকলিয়া থানার পুলিশ কর্মকর্তা কে নির্দেশ দিয়েছেন।