বাঁশখালীতে নাশকতা মামলায় আওয়ামী নেতা গ্রেফতার

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

বাঁশখালী থানায় নাশকতা মামলার আসামি নুর মোহাম্মদ (৫৪)নামের এক আওয়ামী লীগ নেতাকে
গ্রেফতা করেছে থানা পুলিশ। তিনি বাঁশখালী থানার
অন্তর্গত শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর ১ নম্বর ওয়ার্ড এলাকার সাদেক আলীর বাড়ির বাসিন্দা।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে দিকে থানার পুলিশের একটি বিশেষ টিম শীলকূপ ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আজ বিকালে দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে নাশকতার মামলায় নুর মোহাম্মদ নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে।সকল আইনি প্রক্রিয়া শেষে, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন  বাঁশখালীর পুকুরিয়ায় গাছ কেটে ঘেরাবেড়া ভেঙে হামলার অভিযোগ, আহত ৫
শেয়ার করুন

মন্তব্য করুন