বাঁশখালী কালীপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশের ন্যায় বাঁশখালীর কালীপুর ইউনিয়নে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর বলেন,দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্যে সকলের কাছে দোয়া কামনা করেন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর।
বুধবার (১৯ মার্চ) বিকেলে বাঁশখালীর ৫ নং কালীপুরস্থ এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে
কালীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক শোয়াইবুল ইসলাম (কায়েস) এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইসলামুল হক মাসুদ ও উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক দিদারুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বৈলছড়ী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব ইব্রাহিম খলিল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদুল হক সাঈদ,
মোঃ নুরুল আজিম, বখতিয়ার উদ্দীন, মঈনুল হক চৌধুরী পলাশ, জসিম উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ, মোহাম্মদ মোজাহের,
মৌলানা মাহফুজুর রহমান আনিস, মোহাম্মদ হাশেম, মোহাম্মদ দেলোয়ার আজিম, কে এম জামাল, মোহাম্মদ হেলাল উদ্দীন, শহিদ উল্লাহ,
এডঃ আজিজ, মোঃ শেহাব, মাহামুদুর রহমান,
মোহাম্মদ আবদুল আলিম, গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এডভোকেট আজিজুল হক।
উক্ত দোয়া মাহফিল আরো উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবকদল নেতা চৌধুরী হাসান, মোঃ বাহাদুর, মোঃ ইউছুফ প্রমূখসহ বিএনপি, অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।