বাঁশখালীতে মধ্যরাতের অগ্নিকান্ডে এক মুরগির খামার পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় খামারের এক হাজার মুরগি ও নগদ টাকাসহ অন্তত ৪ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ফার্মের মালিক।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ২ টার দিকে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৪নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার মোজাফ্ফর আহমদ নামে এক ব্যবসায়ীর খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ওই মুরগির খামারে আগুন ধরলে স্থানীয়রা জানতে পেরে আগুন নিয়ন্ত্রণের জন্য এগিয়ে এসে
চেষ্টা করলেও।মুহুর্তের মধ্যে সর্বস্ব পুড়ে যায়।অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানা যায়নি।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার জানান, ‘খামারে অগ্নিকান্ডের বিষয়ে কেউ আমাদের জানায়নি। পরে, আমরা জানতে পেরে ঘটনাস্থলে পৌছি।তার আগেই খামারটি পুড়ে যায়।