বাঁশখালীতে জামায়েতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

বাংলাদেশ জামায়েত ইসলামী বাঁশখালীর সাধনপুর ৯ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে বাঁশখালী উপজেলা দক্ষিণ সাধনপুর আনোয়ার আলী সওদাগর জামে মসজিদ প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়েত ইসলামী সাধনপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডের সভাপতি হাফেজ মোহাম্মদ হুমায়ুন কবির ইলাহীর সভাপতিত্বে এবং মৌলভি নুর হোসাইনের সন্ঞ্চলনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ জহিরুল ইসলাম।

বাঁশখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহিম সানবি,বাঁশখালী উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাধনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ কলিলুর রহমান,আদর্শ শিক্ষক পরিষদের সহ-সভাপতি প্রফেসর আনোওয়ার আজীম ও সাংগঠনিক সেক্রেটারি প্রফেসর আক্তার হোসেন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ডাক্তার মোহাম্মদ এজাজ, ওলামা পরিষদ ইউনিয়ন সভাপতি মৌলানা সিরাজুল ইসলাম সহ এলাকার সম্মানিত বিশিষ্টজনরা।

আরও পড়ুন  বন্দরনগরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র রমজান শীর্ষক আলোচনা সভা
শেয়ার করুন

মন্তব্য করুন