বোয়ালখালীতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা

বোয়ালখালী সংবাদদাতা।

চট্টগ্রামের বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৃথক দুইটি মামলায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(২০ মার্চ) বৃহষ্পতিবার সকালে উপজেলার মিলিটারিপুল এলাকায় আহমেদ সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রির পরিচালক দীপক তালুকদারকে ১ লাখ ও করিম সল্ট ক্রসিং এন্ড রিফাইনারির পরিচালক
সাইগর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

পরিমাপে কম দেয়ার অপরাধে বিএসটি আইন ২০১৮, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এসব করেন করেন বলে জানান কানিজ ফাতেমা।

আদালত পরিচালনার সময় সাথে ছিলেন বিএসটিআই চট্টগ্রাম জেলার ফিল্ড অফিসার জেরিন তাসনিম ও পরীক্ষক প্রিময় মজুমদার জয়সহ বোয়ালখালী থানা পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন ওজন, পরিমাপ ও মানদন্ড আইন, ২০১৮ এর ৩২ ধারা লঙ্ঘন করায় আহমেদ সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রির দীপক তালুকদারকে ১ লাখ ও করিম সল্ট ক্রসিং এন্ড রিফাইনারির সাইগর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  বাঁশখালীতে প্রবাসী আব্দুল্লাহ বিন হুমায়ুনের আয়োজনে মাসব্যাপী ইফতার
শেয়ার করুন

মন্তব্য করুন