বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জামায়াতের অর্থসহায়তা

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ী চেচুরিয়া হাবিবের দোকান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের হাতে এই অর্থ সহায়তা প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য বাঁশখালী উপজেলা জামায়াতের সাবেক আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আবদুর রহিম ছানুবী,সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, বায়তুলমাল সম্পাদক মহিউদ্দিন, বৈলছড়ি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহিব্বুর রহমান, সেক্রটারী মোঃ আনোয়ার হোসেন সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলামসহ জামায়াত নেতাবৃন্দরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এলাকার সকল বিত্তশালীদের প্রতি অনুরোধ জানান অধ্যক্ষ জহিরুল ইসলাম।

আরও পড়ুন  মশা নিয়ে গবেষণায় ল্যাব চালু চসিকের
শেয়ার করুন

মন্তব্য করুন