বাঁশখালীতে ২ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

বাঁশখালীতে ব্রিজের ওপর গাছের টুকরা দিয়ে সিএনজি আটকিয়ে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করলো জনতা।

রবিবার(২৩ মার্চ) ভোর ৪ টার সময় উপজেলার কালীপুর ইউনিয়নে ছফিরের দোকান সংলগ্ন অধর খাস্তগীর বাপের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো উপজেলার কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৃত্যু আব্দুস ছালামের পুত্র আজগর (৪৫) এবং অপরজন হলেন বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ ওয়ার্ড এলাকার বখতেয়ার হোসেনের পুত্র পাবেল (৩০ )বলে জানা যায়।এছাড়াও তাদের দুই সহযোগী রাজু এবং রাফি পালিয়ে যায়।তারা চারজনই সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কালীপুর ইউনিয়নে ছফিরের দোকান সংলগ্ন অধর খাস্তগীর বাপের ব্রিজ এলাকায় গাছের টুকরি দিয়ে যাত্রীবাহী সিএনজি থেকে মোবাইল ও বানিব্যাগ সময় ছিনতাই করার সময় যাত্রীদের চিৎকারে পথচারীরা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে আটক করে।পরে ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাইকৃত ২ হাজার টাকা এবং একটি সুইচ গিয়ার, একটি ছুরি একটি হাতুড়ি উদ্ধার করা হয়।
পরে গণধোলাই দিয়ে দুজনকে পুলিশের কাছে সোপর্দ করে জনগণ।পরে মোঃ সেলিম বাদী হয়ে থানায় ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের করেন।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান,কালীপুর ইউনিয়নে ছফিরের দোকান সংলগ্ন এলাকায় সড়কের উপর গাছের টুকরা দিয়ে যাত্রীবাহী সিএনজি থেকে মোবাইল ও বানিব্যাগ ছিনতাইকালে হাতেনাতে আটকের পর জনতা দুই ছিনতাইকারীকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন  একাডেমী কাপের ২য় খেলায় জয়ী যমুনা টিম ফাইনালে
শেয়ার করুন

মন্তব্য করুন